প্রকাশিত: Thu, Mar 2, 2023 3:32 PM
আপডেট: Sat, Dec 6, 2025 11:37 PM

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

ভারতে নির্বাচন কমিশন নিয়োগ কমিটিতে বিরোধীদলীয় নেতাকে রাখতে হবে

জাফর খান: দেশটির নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এমন একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো। এখন থেকে দেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট  কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনারদের (ইসি) নিয়োগ দিতে হবে। এনডিটিভি  

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায়ে বলেন, সারা দেশে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবর্তিত পরিস্থিতিতে এমন সিদ্ধান্তের আদেশ দেওয়া হল। আর এ কমিটির সুপারিশে কমিশনারদের নিযুক্ত করবেন রাষ্ট্রপতি।

বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শে নির্বাচন কমিশনারদের নিযুক্ত করে থাকেন রাষ্ট্রপতি। কার্যকালের মেয়াদ থাকে ৬ বছর। সাধারণত দেশটির সাবেক আমলাদের এ পদে বেছে নেওয়া হলেও মনোনয়ন নিয়ে প্রশ্ন ছিল বরাবরই।

হোক কংগ্রেস কিংবা বিজেপি, সব আমলেই বিরোধী দলগুলোর দাবি, সরকারের ঘনিষ্ঠ আমলাদেরকেই নির্বাচন কমিশনার করা হয়েছিল।

রায়ের পর কংগ্রেসের সূর্যেওয়ালা এক টুইটে এটিকে স্বাগত জানিয়ে লিখেন, ভারতের গণতন্ত্রকে দুর্বল করতে বিজেপির কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আদালতের এ রায় অত্যন্ত তাৎপর্য বহন করে।  

দলটির এম পি মানিশ তিওয়ারি সংবিধানের  ৩২৪ আর্টিকেলটি সংশোধনের প্রস্তাব করেন।  

এছাড়াও তৃণমূল কংগ্রেসের এম পি ডেরেক ওব্রিয়েন এ রায়কে অভিবাদন জানিয়ে বলেন, এটি নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সাহায্য করবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব